১৫ অক্টোবর ২০২৫

ডোমারে যথাযত মর্যাদায় জাতিয় শোক দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে যথাযত মর্যাদায় জাতিয় শোক দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহদাত বার্ষিকীতে জাতিয় শোক দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, কবিতা আবৃতি, চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত, মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার (১৫আগষ্ট) ভোর রাত্রীতে পবিত্র কোরআন তেলোয়াত, সকাল ১০টায় উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তলন শেষে একটি শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার নুরননবী, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ- শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আখতার সুমি, ব্যারিষ্টার ইমরান কবির চৌধুরী জনি উপস্থিত ছিলেন। এ ছাড়াও অন্যান্যদের মাঝে জেলা আ’লীগের সদস্য মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু, আলহাজ্ব করিমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায় প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়াত তার পরিবার বর্গের আত্নার মাকফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন