-68eba6bfe183f.jpg)
দু'মুখো সাপ বিক্রির চেষ্টা, আটক ৩


বাংলাপ্রেস অনলাইন : বাজার দর কমপক্ষে এক কোটি টাকা। কিন্তু সেই প্রাণী মাত্র ১৫ লাখ টাকায় বিক্রি করার চেষ্টা করেছিল তিন বন্ধু। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের পানভেলে একটি দুষ্প্রাপ্য রেড স্যান্ড বোয়া সাপ বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন গণেশ পাতিল, নীলেশ বাইগ এবং আবিষ্কার মাত্রে নামের তিন যুবক।
জানা গেছে, তারা সাপটি পেন অঞ্চলের আদিবাসীদের কাছে থেকে কিনেছিলেন। উদ্ধার করা সাপটির ওজন আড়াই কেজি এবং দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ ফুট। ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের বিশ্বাস, রেড স্যান্ড বোয়া অত্যন্ত শুভ একটি সাপ। সাপটি সৌভাগ্য এনে দিতে পারে তার মালিককে বলেও অনেকে বিশ্বাস করে।
রেড স্যান্ড বোয়া-কে উপমহাদেশে মূলত ‘দু’মুখো সাপ’ বলা হয়। ২০১৭ সালের মার্চ মাসে মুম্বাইতে এমন একটি সাপ ৪০ লাখ টাকায় বিক্রি করতে গিয়ে ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়ে এক ব্যক্তি। পরে সেই চার ফুট দৈর্ঘ্যের সাপটিকে বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়। ক্রাইম ব্রাঞ্চের কাছে খবর ছিল, ওই এলাকায় একটি দুষ্টচক্র দুষ্প্রাপ্য সাপ ও প্রাচীন মূর্তির চোরা কারবার চালিয়ে যাচ্ছে। এখন, এই তিন ব্যক্তি সেই রকম কোনো চক্রের সঙ্গে জড়িত কি না, তা নিয়ে অনুসন্ধান চলছে।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
