
দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দ


বাংলাপ্রেস ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ৬৪ জেলার ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডপে মোট ১৬ হাজার ৪৯৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হবে, যা ভক্ত-দর্শনার্থীদের আহার্য হিসেবে ব্যবহৃত হবে। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখার সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফার স্বাক্ষরিত এক চিঠিতে এই বরাদ্দের বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি জেলা প্রশাসক নিজ জেলার পূজা মণ্ডপের সংখ্যা, আকার, ব্যাপকতা ও আর্থিক সামর্থ্যের ভিত্তিতে উপজেলাভিত্তিক চাল বিতরণ নিশ্চিত করবেন। চিঠিতে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরেও মণ্ডপপ্রতি বরাদ্দের পরিমাণ ৫০০ কেজি হারে বহাল থাকবে। পূজা মণ্ডপ ও মন্দিরের সংখ্যা কম হলে অবশিষ্ট চাল স্থানীয়ভাবে মজুদ রাখা হবে এবং সে বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। পাশাপাশি, নিরীক্ষার জন্য প্রতিটি চাল বিতরণের সঠিক হিসাব সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জেলা প্রশাসকদের কাছে এ বরাদ্দ দ্রুত পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এর মাধ্যমে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পূজা মণ্ডপগুলোতে নির্বিঘ্নে চাল বিতরণ সম্পন্ন হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। তারা মনে করছেন, এ বরাদ্দে ভক্তদের আহার্য সংস্থান সহজ হবে এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করবে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




-20241021080600.jpg)
