
এ রায় সরকারের ইচ্ছারই স্পষ্ট প্রতিফলন : মির্জা ফখরুল ইসলাম


বাংলাপ্রেস অনলাইন: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা পাঁচ থেকে বাড়িয়ে ১০ বছর করায় বিস্ময় প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রায় ‘অস্বাভাবিক’ উল্লেখ করে তিনি বলেন, হাইকোর্টের আদেশ আমাদের পুরোপুরি স্তম্ভিত করেছে, বিস্মিত করেছে। এই অস্বাভাবিক রায়ে সরকারের ইচ্ছারই স্পষ্ট প্রতিফলন হয়েছে বলে আমরা মনে করি। এই রায় প্রায় নজিরবিহীন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেন। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় প্রদান করা হয়েছে। আমরা এই রায়কে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। জনগণই বিচার করবে ভবিষ্যতে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রায় কী হওয়া উচিত ছিল।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার যে বিরোধীদলকে ‘নির্মূল করতে আদালতকে ব্যবহার’ করছে- এই রায়ে তা স্পষ্ট হয়েছে। তিনি বলেন, যে মামলায় আজ দেশনেত্রীকে এই সাজা দেয়া হলো, সেই মামলায় তার সংশ্লিষ্টতা কখনোই প্রমাণিত হয়েছে বলে জানা নেই। নিম্ন আদালতেই এটা প্রমাণিত হয়ে গেছে, আমাদের আইনজীবীরা বারবার বলেছেন। সেই মামলায় আজ উচ্চ আদালতে সাজা বাড়ানো হলো। সরকার বিএনপি ও খালেদা জিয়াকে ‘নির্বাচনের বাইরে রাখতে চায়’ বলেই আদালতে এমন রায় এসেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমাদের কাছে মনে হয়েছে এটা শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, ব্যক্তিগত প্রতিহিংসাও এখানে কাজ করছে। যে কারণে চরমভাবে অসুস্থ বেগম খালেদা জিয়াকে এ ধরনের সাজা প্রদান করা হচ্ছে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




.jpg)
