১৪ অক্টোবর ২০২৫

এক সপ্তাহ ধরে তিউনিশিয়ার বন্দরে আটকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এক সপ্তাহ ধরে তিউনিশিয়ার বন্দরে আটকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’
বাংলাপ্রেস ডেস্ক:  গাজার জন্য যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সাহায্যকারী নৌযান  এক সপ্তাহ ধরে তিউনিশিয়ার বন্দরে আটকে রয়েছে। এই নৌযান স্পেন থেকে যাত্রা শুরু করে ৭ সেপ্টেম্বর তিউনিশিয়ায় পৌঁছায়। মূল পরিকল্পনা অনুযায়ী, নৌযান গাজার দিকে অগ্রসর হওয়ার কথা ছিল। নৌ দলের দুটি জাহাজ ইসরাইলি ড্রোন আক্রমণের শিকার হলে নৌযানের যাত্রীরা সিদি বু সাইদ মেরিনার কাছে অবস্থান করার সিদ্ধান্ত নেন। ১১ সেপ্টেম্বর নৌদলের কয়েকটি জাহাজ সিদি বু সাইদ ত্যাগ করে উত্তরের বিজের্তে মেরিনার দিকে যাত্রা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, শক্তিশালী বাতাস এড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। ১৩ সেপ্টেম্বর অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নৌদল বিজের্তে ছাড়ার প্রস্তুতি নিয়েছে। দ্য নিউ আরব জানায়, ‘উত্তর আফ্রিকা থেকে গাজায় যাওয়া নৌদলের আয়োজনকারীরা শনিবার তিউনিশিয়া থেকে নৌযাত্রা শুরু করার ঘোষণা দিয়েছে। ’‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’’ ইসরাইলের গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছে। গত দুই বছর ধরে চলা ইসরাইলি হামলা এবং সহায়তা বন্ধের কারণে শত শত মানুষ ক্ষুধার্ত হয়ে মারা গেছে।’ অন্যদিকে, ইতালির ১৮টি জাহাজও সিসিলির অগুস্তা বন্দর থেকে শনিবার যাত্রা শুরু করেছে। ভিডিও ফুটেজে জাহাজগুলোর নাম প্রকাশ পেয়েছে। ধারণা করা হচ্ছে, সিসিলি থেকে যাত্রা শুরু করা নৌদল বিজের্তে থেকে আসা নৌদলের সঙ্গে মিলিত হবে। তবে ঠিক কখন তারা বিজের্তে ছাড়বে, তা এখনও নিশ্চিত নয়। তিউনিশিয়া থেকে মাল্টা পর্যন্ত প্রায় ২৬০ মাইল। পূর্বের একটি নৌদল মে মাসে মাল্টার কাছে সমস্যায় পড়েছিল। এখন দুইটি দল একসাথে কোথাও মিলিত হওয়ার চেষ্টা করবে। নৌযান পরিচালকেরা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য গাজার অবরোধ ভাঙা এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। তবে আঞ্চলিক বাতাস, জাহাজের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতির কারণে যাত্রা এখনও অনিশ্চিত। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন