
এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করবো না: মান্না


বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন প্রক্রিয়ায় শাপলা প্রতীক বরাদ্দের ইস্যুতে নির্বাচন কমিশন (ইসি) ও দলের মধ্যে টানাপোড়েন তীব্র হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, 'ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স ও অভিজ্ঞতা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের জন্য আমি তাদের প্রতি দরদী। শাপলা প্রতীক পেলে আমি কোনো মামলা করব না।'
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এসব জানান মান্না। এর আগে, নির্বাচন কমিশনের প্রাথমিক পর্যায়ের যাচাইয়ে এনসিপির নিবন্ধন অনুমোদিত হয়েছে। তবে দলটির আবেদন অনুযায়ী পছন্দের প্রথম প্রতীক ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত না থাকায় বরাদ্দ দেওয়া যাচ্ছে না। দল শাপলা, কলম ও মোবাইল প্রতীকের মধ্যে শাপলাকেই চেয়েছিল। কিন্তু বিধিমালা অনুযায়ী ইসি এখন পর্যন্ত সংরক্ষিত ও বরাদ্দযোগ্য ৫০ প্রতীকের তালিকায় শাপলা নেই।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এনসিপিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে এবং লিখিতভাবে জানাতে বলেছে। নির্বাচিত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না পরবর্তীতে তারা প্রতীক পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (গণমাধ্যম) আরিফুর রহমান তুহিন বলেন, 'শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই, তাই আমরা শাপলাই চাই। নির্বাচন কমিশন আমাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করছে এবং নিরপেক্ষ নয়। একটি বিশেষ দলের প্রভাবেই আমাদের দাবি উপেক্ষিত হচ্ছে। যদি শাপলা তালিকায় না থাকে, কমিশন সেটি অন্তর্ভুক্ত করুক। এটা মাত্র কয়েক দিনের কাজ।'
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিপির নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্রুত এই প্রতীকের বিষয়ে নিষ্পত্তি জরুরি। তাই সময়সীমার মধ্যে প্রতীক নির্বাচন জরুরি হিসেবে দেখা হচ্ছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি ৪৩ দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর?

ফখরুলের মতোই কবিতা আবৃত্তি করে উজ্জীবিত করলেন ছোট ভাই মির্জা ফয়সল


