
ফের এক ছাদের নিচে ন্যান্সি-জায়েদ


বিনোদন ডেস্ক : দীর্ঘ দিন পর অবশেষে স্বামীর সঙ্গে এক ছাদের নিচে বসবাস শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। বেশ কিছু দিন ধরে আলাদা থাকছিলেন তারা। গত ৩১ ডিসেম্বর গণ মাধ্যমকে স্বামীর সঙ্গে না থাকার বিষয়টি নিশ্চিত করেন ন্যান্সি। সে খবর গণমাধ্যমে প্রকাশ হলে বেশ আলোড়ন সৃষ্টি হয়। তাদের সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। ন্যান্সি বলেন, বিচ্ছেদের জন্য নয়, স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে রঙিন করে তুলতেই আলাদা থাকছি আমরা। স্বামীর ব্যাপারে তার কোনো অভিযোগ নেই বলে জানিয়েছিলেন তিনি।
আবার একসঙ্গে বসবাস প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘আমাদের মধ্যে ভালোবাসার কমতি ছিলনা কখনই। জায়েদ বেশ ভালো মানুষ। তার সঙ্গে আমি প্রায়ই মান-অভিমান করি। যাই হোক, অভিমানের পালা শেষ। অতঃপর আমরা সুখে-শান্তিতে বসবাস করতে শুরু করেছি।’

১৩ সালে ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। তাদের সংসারে নায়লা নামে এক কন্যা আছে। গত ১৩ ডিসেম্বর ন্যান্সির জন্মদিনে জমি উপহার দিয়ে আলোড়ন সৃষ্টি করেন জায়েদ। এদিন জায়েদের কাছ থেকে ৫ শতাংশ জমি উপহার পান ন্যান্সি। স্বামীর কাছ থেকে মূল্যবান এই উপহার পেয়ে উচ্ছ্বসিত ন্যান্সি বলেন, কিছুই বলতে পারব না, এমন উপহারে বোবা হয়ে গেছি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





