১৩ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনে মানবিক সহায়তা অভিযানে ছাত্রশিবিরের সংহতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০১ পিএম
ফিলিস্তিনে মানবিক সহায়তা অভিযানে ছাত্রশিবিরের সংহতি
বাংলাপ্রেস ডেস্ক:   গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা মিশনের প্রতি সংহতি জানাতে রাজধানীতে ‘প্রোটেস্ট অ্যান্ড সলিডারিটি র‍্যালি’ আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির।
 
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় ঢাকা মহানগর শাখার উদ্যোগে সায়েন্সল্যাব থেকে শুরু হয়ে র‍্যালিটি শাহবাগ মোড় পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
 
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন এবং মহানগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন তারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। 
 
তিনি বলেন, ফিলিস্তিনে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে। নারী, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য মানুষ নিহত হয়েছেন। খাদ্য ও চিকিৎসাসহ তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
 
তিনি আরও উল্লেখ করেন, মানবিক সহায়তা নিয়ে বিভিন্ন সংগঠন ফিলিস্তিনে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হচ্ছে। অথচ যেসব রাষ্ট্র এসব সহায়তায় সহযোগিতা করার কথা, তারাই বরং বিরোধিতা করছে। এসব রাষ্ট্রনেতাদের প্রতি আমরা নিন্দা জানাই।
 
তার ভাষায়, শুধু মুসলিম নয়, সারা বিশ্বের বিবেকবান মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকেও আমরা তাদের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি। আজ নয়তো কাল—ফিলিস্তিন অবশ্যই স্বাধীন হবে, ইনশাআল্লাহ।
 
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম এবং জাকসুর জিএস মাজহারুল ইসলাম।
 
এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেনসহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
 
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন