১৪ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতি পশ্চিমা দেশগুলোর ‘লোক দেখানো’: যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ফিলিস্তিনকে স্বীকৃতি পশ্চিমা দেশগুলোর ‘লোক দেখানো’: যুক্তরাষ্ট্র

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্র রোববার (২১ সেপ্টেম্বর) জানিয়েছে, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ কয়েকটি প্রধান দেশের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি শুধু ‘লোক দেখানো’।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নাম গোপন রাখার শর্তে বলেন, আমাদের মনোযোগ রয়েছে গভীর কূটনীতি নিয়ে, লোক দেখানো কৌশল নয়। আমাদের অগ্রাধিকার স্পষ্ট, বন্দিদের মুক্তি, ইসরাইলের নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি যা কেবল হামাসমুক্ত পরিস্থিতিতেই সম্ভব।

এদিকে রোববার (২১ সেপ্টেম্বর) ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এটি পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের বৈদেশিক নীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। চার দেশের এই পদক্ষেপে ইসরাইল ক্ষুব্ধ হয়েছে এবং যুক্তরাষ্ট্রও এর তীব্র সমালোচনা করেছে। গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিরা এই স্বীকৃতিকে ‘জয়’ হিসেবে স্বাগত জানিয়েছে। অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠা পাবে না। আরও কিছু দেশ আসন্ন জাতিসংঘ সাধারণ সভার আলোচনায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইসরাইল গাজার যুদ্ধকে কেন্দ্র করে ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে, যা ফিলিস্তিন ভূখণ্ডে মারাত্মক মানবিক সংকট সৃষ্টি করেছে। নেতানিয়াহু এই স্বীকৃতি নিয়ে বলেন, এটি ইসরাইলের অস্তিত্বের জন্য ‘ঝুঁকিপূর্ণ’। তিনি আরও বলেন, জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন