১৪ অক্টোবর ২০২৫

ফ্লোটিলা বহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০২:১৬ পিএম
ফ্লোটিলা বহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী আন্তর্জাতিক জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের দুটি নৌযান ঘিরে ফেলেছে ইসরায়েলি দুই যুদ্ধজাহাজত্রাণ কর্মসূচির আয়োজকরা বলেন, ইসরায়েলি দুটি ‘যুদ্ধজাহাজ’ দ্রুতগতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা (কমিউনিকেশন) অচল হয়ে যায়। এক সংবাদ সম্মেলনে জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা যোগাযোগ ব্যবস্থা অচলের এই ঘটনাকে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ‘সাইবার হামলা’ বলে অভিহিত করেছেন।

গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি কিছু নৌযান ‌‌‘বিপজ্জনক ও ভীতিকর আচরণ’ প্রদর্শন করছে। ্

বুধবার (১ অক্টোবর) যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ১১৮ মাইল দূরে অবস্থান করা সুমুদ ফ্লোটিলা জাহাজের বহরকে ইসরায়েল ডুবিয়ে দেয়ার হুমকির পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, তাদের নৌবহর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করেছে, যা গাজা থেকে ১৫০ নটিক্যাল মাইল বা ২৭৮ কিলোমিটার দূরে। এর আগের কয়েকটি ফ্লোটিলা এই অঞ্চলেই ইসরায়েলি বাহিনীর হামলা বা বাধার মুখে পড়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেননি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ নাগরিক রয়েছে। তাদের মধ্যে আইনপ্রণেতা, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন