-68eba6bfe183f.jpg)
ফরিদপুরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্য আটক


ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যসহ ১ স্বর্ণ চোরকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে তিনটি পালসার মোটরসাইকেল ও ২ভরী স্বর্ণালঙ্ককার উদ্ধার করা হয়।
থানা সুত্রে জানা যায়, রবিবার (০১.০৯.১৯) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা মোঃ হাসান মোল্যাসহ ৪সদস্য ও এক স্বর্ণচোরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, পৌরসভার ৫নং ওয়ার্ড আমগ্রামের মাওলানা আলিমুজ্জামান মোল্যার ছেলে মো. হাসান মোল্যা (২৯), শিবপুর গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে মো. ওমর ফারুক (২০), চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের মুন্সিপাড়ার মো. কালাম বেগের ছেলে মো. উজ্জল বেগ (২৩), সদর ইউনিয়নের চালিনগর গ্রামের জব্বার মোল্যার ছেলে সবুজ মোল্যা (২১), একই গ্রামের মো. কবির মোল্যার ছেলে মো. রাকিবুল মোল্যাকে (২২), আটক করা হয়। আটককৃত হাসান মোল্যার স্বীকারক্তির ভীত্তিতে অভিযান চালিয়ে উজ্জল বেগের নিকট ২টি ও সবুজ মোল্যার কাছ থেকে ১টিসহ মোট তিনটি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপুলিশ পরিদর্শক মো. আব্দুল জব্বার বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১, তারিখ- ০১/০৯/১৯ খ্রি. অপরদিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর গ্রামের তোরাব শেখের ছেলে মো. সাদ্দাম শেখকে (২৫) ২ ভরি চোরাই স্বর্ণলঙ্কারসহ আটক করেছে থানা পুলিশ। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান জানান, তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে ফরিদপুর আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
