-68eba6bfe183f.jpg)
ফরিদপুরে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার



ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের গোয়ালেরটিলা থেকে আনোয়ার শেখ(৩৫) নামে এক যুবকেরগলা কাটা মরদেহ সোমবার (২৭.০৫.১৯) সকালে উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। সে ওই এলাকার জালাল শেখের পুত্র। নিহতের মা নুরজাহান বেগম জানান, গত রবিবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হয় আনোয়ার। এরপর রাত ১০টার দিকে তার সাথে আমাদের শেষ কথা হয়। পরে আবার রাত ০১টার দিকে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এলাকাবাসী সেহরীর সময় রাস্তার উপর লাশ দেখে আমাদেরকে জানায়। তিনি আরও বলেন, পাশের বাড়ীর শাখায়াত মাষ্টার ও আজমদের সাথে আমাদের গ-গোল চলছিলো বাড়ীর সামনে জমিতে মাটি ফেলানো নিয়ে। তারা প্রায়ই আমার ছেলেকে হুমকি দিতো।এ ব্যাপারে শাখায়াত মাষ্টারের চাচাতো ভাই ইউসুফ আলীর সাথে ফোনে যোগাযোগ করলে তিনিবলেন, আমাদের সাথে তাদের কোন গ-গোল নেই। আমরা এই হত্যার সাথে জরিত নই।ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম জানান, স্থানীয়দের কথা মতো গোয়ালেরটিলা থেকে গলা জবাই করা লাশটি উদ্ধার করা হয়েছে। আনোয়ার শেখকে গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
