১৪ অক্টোবর ২০২৫

গাইবান্ধায় ব্র্যাক ইউডিপির প্রাক-বাজেট বিষয়ক নাগরিক সংলাপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় ব্র্যাক ইউডিপির প্রাক-বাজেট বিষয়ক নাগরিক সংলাপ

গাইবান্ধা থেকে সংবাদদাতা: পরিকল্পনায় জনঅংশগ্রহন স্থায়ীত্বশীল নগরায়ন শ্লোগাণে গাইবান্ধা পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট উপলক্ষে প্রাক-বাজেট বিষয়ক নাগরিক সংলাপ বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউডিপি) উদ্যোগে ও গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়।

রংপুর ব্র্যাক ইউডিপির রিজিওনাল কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান ফারুকের সভাপতিত্বে গাইবান্ধা পৌরসভার প্রাক-বাজেট বিষয়ক এই নাগরিক সংলাপে জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সিডিও সদস্য, যুব গ্রুপ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ গাইবান্ধা পৌরসভার কর্মকর্তা ও পৌর নাগরিকরা অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরমেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, কাউন্সিলর কামাল আহম্মেদ, তানজিমুল ইসলাম পিটার, রকিবুল হাসান সুমন, জি এম চৌধুরী মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর লাকী সুলতানা, সেলিনা আকতার রত্না ও দিলরুবা পারভীন ঝর্না, ব্র্যাক ইউডিপির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাসুদ আহমেদ, ম্যানেজার (অবকাঠামো) জিয়াউল লতিফ, গাইবান্ধা ইউডিপির ফিল্ড কো-অর্ডিনেটর আরসাদ আনিছুর রহমান প্রমুখ।

শেষে পৌর মেয়রের হাতে একটি মানপত্র তুলে দেন অতিথিরা। সংলাপে নাগরিকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন পৌর মেয়রের কাছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন