
গাজাগামী বেশ কয়েকটি ত্রাণ জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী


বাংলাপ্রেস ডেস্ক: বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক পানিসীমায় গাজাগামী বেশ কয়েকটি সহায়তা জাহাজ আটকেছে ইসরায়েলি সেনারা। আয়োজক সংগঠন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (GSF) জানায়, তাদের একাধিক নৌযান আটক করা হয়েছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েকটির সাথে।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নেওয়া হচ্ছে। এর মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন।
ঘটনার পর রোম ও ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে। তুরস্ক একে "সন্ত্রাসী কর্মকাণ্ড" আখ্যা দিয়েছে, আর হামাস একে "দস্যুতার সমান" বলেছে।
GSF-এর দাবি, তারা ৫০০-এর বেশি অংশগ্রহণকারী নিয়ে খাদ্য, পানি ও ওষুধ গাজায় পৌঁছে দিতে চেয়েছিল। তবে ইসরায়েল জানায়, গাজা উপকূলে তারা কোনো জাহাজ ঢুকতে দেবে না এবং বিকল্প পথে সাহায্য পাঠানোর প্রস্তাব দিয়েছে।
ফ্রান্স ও ইতালি অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
এর আগে ২০১০ সালে গাজাগামী আরেকটি সহায়তা জাহাজে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত হয়েছিল, যা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট


সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের
