বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুর বিসিক শিল্পাঞ্চলে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। বাবার পর মায়ের, এবার না ফেরার দেশে চলে গেল কিশোরী মেয়ে মুন্নি চৌধুরী (১৪)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মুন্নির শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
মুন্নি সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের মানব চৌধুরীর মেয়ে। পরিবার নিয়ে তারা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন।
এর আগে গত শনিবার ও রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্নির বাবা মানব চৌধুরী ও মা বাচা চৌধুরী। ফলে একই পরিবারের তিন সদস্যের প্রাণ গেল একই ঘটনায়।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ওই ভাড়া বাসায় গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। দম্পতির তিন মেয়ে মুন্নি চৌধুরী (১৪), তিন্নি চৌধুরী (১২) ও মৌরি চৌধুরী (৬) দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি হন। বর্তমানে ছোট দুই মেয়ে তিন্নি ও মৌরি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]