
হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান


বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজী সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুলশানারা মাসুদা নামে পরিচিত ১২তলা ওই ভবনটিতে এ অভিযান শুরু হয়।
জানা গেছে, বাড়িটিতে একটি গোপন কক্ষে বেশকিছু বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে। এরমধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযানের খবর পেয়েছি। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




-20241021080600.jpg)
