১৪ অক্টোবর ২০২৫

হাসিনাই গুম খুনের নির্দেশদাতা, তার বিচার হতেই হবে: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
হাসিনাই গুম খুনের নির্দেশদাতা, তার বিচার হতেই হবে: মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত সাড়ে ১৫ বছর এক ভয়াবহ ফ্যাসিস্ট দানব সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, লড়াই করতে গিয়ে শেখ হাসিনার নির্দেশে দেশের শতশত মানুষ গুম-খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হাসিনা সরাসরি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। অবশ্যই তার বিচার করতে হবে। শুক্রবার (২২ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ভুক্তভোগী পরিবারের সংগঠন “মায়ের ডাক” এর আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। বিএনপি নির্বাচন চায় মূলত এসব গুম হওয়া ব্যক্তিদের পরিবারের চোখের কান্না মুছে দিতে। এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নামক দানব সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজা মাথায় নিয়ে বহু বছর নির্বাসিত জীবনযাপন করছেন। বিএনপি'র ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ হাজার নেতাকর্মী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রায় দুই হাজার নেতাকর্মী গুম হয়েছেন। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শেখ হাসিনা এত ভয়াবহ দানব হয়ে উঠবে এটা আমরা কখনো কল্পনাও করিনি। কোন সুস্থ স্বাভাবিক মানুষ এটা কল্পনা করবে না স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হচ্ছে গত সাড়ে ১৫ বছর শেখ হাসিনা একটা ভয়াবহ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার গুম হওয়া ব্যক্তিদের পরিবারের চোখের পানি মুছে দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটা খুব দুঃখজনক। আমরা ফ্যাসিস্ট দূর করেছি। একটা পরিবর্তন এসেছে অথচ গত এক বছরেও নিখোঁজ এসব ব্যক্তিদের কোন সুনির্দিষ্ট তথ্য সরকার দিতে পারিনি। মির্জা ফখরুল জানান, গুম হওয়া এসব ব্যক্তিদের খোঁজ পেতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে গিয়েছি। সেখানেও কোন সুরাহা পায়নি। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে গুম হওয়া এসব পরিবারের পাশে সর্বদা থাকবেন বলে অঙ্গীকার করেছেন দেশনায়ক তারেক রহমান। অনেক বছর ধরে আমরা গুম হওয়া এসব পরিবারের সদস্যদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছি। যতদিন আমরা বিচার নিশ্চিত করতে না পারবো ততদিন আপনাদের পাশে থাক [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন