১৫ অক্টোবর ২০২৫

হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আমেনা আক্তারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুপুরে প্রতিষ্ঠানটি আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির সদ্য প্রয়াত ধর্মীয় শিক্ষক মাওলানা নুর হোসেনের স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমরান হোসেন নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সবুজ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কাজী শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মকর্তা আবদুর রহমান প্রমুখ। প্রসংঙ্গত, বিদায়ী প্রধান শিক্ষক আমেনা আক্তার সিটিজেনশীপ নিয়ে পরিবার নিয়ে ইউকে তে বসবাস করা লক্ষ্যে বিদায় নিচ্ছেন। ২০১১সালে তিনি হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতনের যোগদান করে ১১বছর শিক্ষকতা করেন। এছাড়া এর আগে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতার মাধ্যমে দীর্ঘ ২৫বছরের শিক্ষকতা জীবনের ইতি টানছেন। বিদায় লগ্নে প্রিয় শিক্ষককে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন উপহার প্রদান করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন