-68eba6bfe183f.jpg)
হাসপাতালের বাথরুমে মিলল ফুটফুটে শিশুটি



বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের বাথরুম থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শিশুটির অভিভাবক খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
মায়ের কোলে থাকার কথা থাকলেও, নাম পরিচয়ের নানা প্রশ্নবোধক চিহ্ন কপালজুড়ে। দুই তিন দিনের ফুটফুটে এই কন্যা শিশুটিকে মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা শিশু হাসপাতালের বাথরুমে ফেলে যায় কেউ।
এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি বলেন, শিশুটি হাসপাতালের একটি বাথরুমে নবজাতককে পড়ে থাকতে দেখে একজন দর্শনার্থী বিষয়টি হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে জানান। ওয়ার্ড মাস্টার নবজাতকটিকে দ্রুত উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করেন। পরে তিনি ঘটনার ব্যাপারে থানায় জিডি করেন।
ওসি আরো বলেন, চিকিৎসকরা নবজাতকের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন এবং শিশুটি সুস্থ আছে। কে বা কারা নবজাতকটিকে ফেলে গেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
