১৩ অক্টোবর ২০২৫

হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য অপশক্তি ফাঁদ পেতে আছে: হাসনাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম
হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য অপশক্তি ফাঁদ পেতে আছে: হাসনাত

বাংলাপ্রেস ডেস্ক:   জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এদেশে হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য একটি অপশক্তি ফাঁদ পেতে আছে। আমরা যেন সেই ফাঁদে পা না দেই। তারা হিন্দু মুসলিমের মাঝে সংঘর্ষ লাগানোর চেষ্টা করবে। 

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ গত দুই বছর আগে দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা লাগানোর চেষ্টা করা হয়েছিল। আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতা লাগানোর চেষ্টা করা হয়েছে। গত বছর দুর্গাপূজার আগে অনেক ভয়-ভীতি দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এবারো একটি অপশক্তি অনেক চেষ্টা করেছে; কিন্তু শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবেই চলছে। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের পর মুসলিম ভাইয়েরা মন্দির পাহারা দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। আপনার সম্প্রদায় এবং আমার সম্প্রদায় বিশ্বাসগতভাবে আলাদা থাকতে পারে; কিন্তু সম্প্রীতির জায়গায় আমরা এক আছি। কোনোভাবেই যেন এই সম্প্রীতির জায়গায় অপশক্তি কোনো চির ধরাতে না পারে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সম্প্রীতি বজায় রাখতে হলে সামাজিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি এবং সব ক্ষেত্রে একটি ঐক্য থাকতে হবে। 

তিনি বলেন, ইতিহাসের আবহমানকাল থেকে আমরা একটি সম্প্রীতি বজায় রেখে চলছি। এই সম্প্রীতি হচ্ছে আমাদের শক্তি। এই সম্প্রীতির মাঝে বিভাজন তৈরি করার জন্য সব সময় একটি অপরাজনীতি করা হয়েছে। হিন্দু মুসলমানের মধ্যে যদি সংঘর্ষ লাগানো যায় তাহলে এটা থেকে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা লুটে নিতে পারবে।

পরে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন