১৪ অক্টোবর ২০২৫

ইফতার মাহফিল এর মাধ্যমে "লায়ন এবং লিও এর মিলনমেলা"

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইফতার মাহফিল এর মাধ্যমে "লায়ন এবং লিও এর মিলনমেলা"

এম এ আহমেদ আরমান, চট্টগ্রাম প্রতিনিধি: লিও ক্লাব অব চিটাগাং এবং লিও ক্লাব অব চিটাগাং ক্যামব্রিয়ান গার্লস কর্তৃক আয়োজিত " Bonding Fellowship & Iftar Mahfil" প্রোগ্রাম সুন্দর ও সফল হলো! আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর ২০১৯-২০২০ এর কেবিনেট সেক্রেটারি গোপাল কৃষ্ণ লালা, উপস্থিত ছিলেন জনপ্রিয় লায়ন লিডার অশেষ কুমার উকিল , লিও ক্লাব অব চিটাগাং এর অভিভাবক এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং এর কমপ্লেক্স এর চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন্স ক্লাব এব চিটাগাং এর গর্ব লায়ন রাজীব সিনহা, লায়ন্স ক্লাব অব চিটাগাং এর সফল সভাপতি সাধন ধর, লায়ন্স ক্লাব অব চিটাগাং এর গর্ব এবং আগামীদের নেতা লায়ন ডা. মেজবাহ উদ্দিন তুহিন, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আবু নাসের রনি, আগামীদের ক্লাব ট্রেজারার লায়ন মোহাম্মদ নোমান লিটন, লায়ন ক্লাব অব চিটাগাং এর সদস্য লায়ন বাবুল কান্তি লালা, উপস্থিত ছিলেন লায়ন ডা. জুলি এবং লায়ন দিপ্তী রানী লালা এবং লিও ক্লাব অব চিটাগাং এর প্রাক্তন ক্লাব সভাপতি আলি হায়দার, জিয়াউর কবীর সোহেল,নূর হোসেন এবং নাফিস মিনহাজ।

উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং এবং লিও ক্লাব অব ক্যামব্রিয়ান গার্লস এর সকল পরিশ্রমী লিও হাসান, লিও নবীন,লিও মাসুদ, লিও নাসরীন, লিও আবুবক্কর, লিও জাওয়াত,লিও রোমেল,লিও নবীন,লিও এরশাদ,লিও মারুফ,লিও আহমেদ আরমান, লিও অর্পিতা,লিও অদিতি,লিও তাসফিয়া,লিও অংকিতা,লিও নাদিয়া, লিও লামিয়া,লিও রুপালি,লিও শাহারিয়ার কবির,লিও তাহামিদ,লিও রাজেশ,লিও মুনতাসির,লিও শবনম,লিও জিহাদ, লিও জুনা,লিও রোশনি, লিও শাহাদাত সহ আরো অনেকেই!!!

পরিচয় করিয়ে দেওয়া হয় আগামী সেবাবর্ষের নতুন লিও কমিটিকেও।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন