১৪ অক্টোবর ২০২৫

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি ইসরাইলের সাবেক মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি ইসরাইলের সাবেক মন্ত্রী
বাংলাপ্রেস অনলাইন: শত্রুদেশ ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলের সাবেক একজন মন্ত্রীর বিচারকাজ শুরু হয়েছে। আদালতে নেয়া কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে বৃহস্পতিবার এ বিচারকাজ শুরু হয়। গোনেন সেগেব ১৯৯৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইসরাইল সরকারের জ্বালানী ও অবকাঠামো মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে ইসরাইলের বিপক্ষে গুপ্তচরবৃত্তি এবং শত্রুর কাছে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে। এদিকে রুদ্ধদ্বার আদালতে শুনানীকালে সাংবাদিকদেরও ঢুকতে দেয়া হয়নি। খবর: এফপি/বাসস। সেগেবের বিরুদ্ধে জ্বালানী বাজার, ইসরাইলের বিভিন্ন নিরাপত্তা স্থাপনা ও অঞ্চল এবং রাজনৈতিক সংস্থা সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সমমনাদের সাথে সাক্ষাতের জন্যে তিনি ইরান সফর করেন বলেও অভিযোগ রয়েছে। চলতি বছরের মে মাসে তাকে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তিনি ২০১২ সাল থেকে নাইজেরিয়ায় বাস করছিলেন। বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন