
ইরানের সঙ্গে বাণিজ্যের ব্যাপারে ইউরোপকে সতর্ক করলেন ট্রাম্প


বাংলাপ্রেস অনলাইন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার বিষয়ে অন্যান্য দেশকে সতর্ক করে দিয়েছেন। একই সঙ্গে ট্রাম্প বলেছেন, তিনি ইরানের ওপর সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা দিয়েছেন।
আজ (মঙ্গলবার) ভোরে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এসব নিষেধাজ্ঞা সর্বোচ্চ মাত্রার এবং কঠোর যা এর আগে আর কখনো আরোপ করা হয় নি। নভেম্বর থেকে তারা আরেক দফা নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে।" তিনি আরো বলেন, "যারা ইরানের সঙ্গে ব্যবসা করবেন তারা আমেরিকার সঙ্গে ব্যবসা করতে পারবেন না। আমি কেবল বিশ্ব শান্তির আহ্বান জানাচ্ছি আর কিছুই নয়।"
ট্রাম্প মূলত ই্উরোপীয় ইউনিয়নকে উদ্দেশ্য করেই এ সতর্কবাণী উচ্চারণ করেছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে বলেছে, আজ থেকে তারা ইউরোপীয় ইউনিয়নের একটি আইন চালু করবে যা ইরানের সঙ্গে বাণিজ্যে জড়িত কোম্পানিগুলোকে সম্ভাব্য মার্কিন শাস্তিমূলক ব্যবস্থার হাত থেকে রক্ষা করবে। কমিশনের এ ঘোষণাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত্রুতামূলক একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ বলে মনে করা হচ্ছে।
এদিকে, মধ্যপ্রাচ্যবিষয়ক ব্রিটিশ মন্ত্রী অ্যালিস্টিয়ার বার্টও ইঙ্গিত দিয়েছেন যে নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করতে ইচ্ছুক নিজেদের কোম্পানিগুলোকে ইউরোপ রক্ষা করতে পারে। এছাড়া, চীন রাশিয়া এবং তুরস্ক এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা মানবে না।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন





গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
