১৪ অক্টোবর ২০২৫

ইসরাইলে ‘ব্যাপক’ ড্রোন হামলা চালাল ইয়েমেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইসরাইলে ‘ব্যাপক’ ড্রোন হামলা চালাল ইয়েমেন
বাংলাপ্রেস ডেস্ক:  ইসরাইলে ‘ব্যাপক’ ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন।  দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার (৭ সেপ্টেম্বর) ইসরাইলের একাধিক স্থানে বড় ধরনের ড্রোন হামলার ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, তারা রামন ও বেন গুরিয়ন বিমানবন্দরসহ নেগেভ, আশকেলন ও আশদোদ এলাকার সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। সারি দাবি করেন, হামলাগুলো সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে একটি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয় ইসরাইলি কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, ইসরাইলি ও আমেরিকান প্রতিরক্ষাব্যবস্থা এই ড্রোনগুলোর গতি রোধে ব্যর্থ হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের সামরিক অভিযান আরও জোরদার করা হবে।  আমরা গাজার প্রতি আমাদের সমর্থন থেকে কোনোভাবেই সরে আসবো না, ফলাফল যাই হোক না কেন।’ স্থানীয় আল মাসিরাহ টিভির ওয়েবসাইট অনুসারে, সারি বলেন, ‘আমরা সব এয়ারলাইনকে সতর্ক করছি—অধিকৃত ফিলিস্তিনের বিমানবন্দরগুলো এখন আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে টার্গেট করা হবে।’ তিনি বলেন করেন, ‘বিমান সংস্থাগুলোর উচিত অধিকৃত ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়া এবং এসব বিমানবন্দরে আর ফিরে না আসা, কারণ সেগুলো এখন আর নিরাপদ নয়।’ ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এ মুখপাত্র ইসরাইলি বাহিনীর উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের দেখাবো যে, আপনাদের নেতৃত্ব আপনাদের ভুল আশ্বাস দিয়ে প্রতারিত করছে; আমাদের হাতে এমন সামর্থ্য আছে যা প্রতিরক্ষা ব্যবস্থা ও সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না উঠানো পর্যন্ত ইয়েমেন তার সমর্থনমূলক অভিযান অব্যাহত রাখবে।’ [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন