১৪ অক্টোবর ২০২৫

ইতালিতে সেতু ভেংগে নিহত ২২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ইতালিতে সেতু ভেংগে নিহত ২২

বাংলাপ্রেস অনলাইন: ইতালির বন্দর নগরী জেনোয়াতে একটি সেঁতু ধসে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। সেঁতুর প্রায় ১০০ মিটার অংশ ধসে পড়ার পর বহুসংখ্যক গাড়ি ধ্বংসস্তুপের নিচে চাঁপা পড়েছে। জেনোয়া শহরের পুলিশ জানিয়েছে সেঁতুটি ধসে পড়ার কারণে সেখানকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নিহত হওয়ার খবর প্রকাশের পর এ দুর্ঘটনাকে 'অত্যন্ত দুঃখজনক' উল্লেখ করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন ইতালির যোগাযোগমন্ত্রী দানিলো তোনিনেল্লি।

এদিকে, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্রের বরাত দিয়ে একটি স্থানীয় সংবাদ মাধ্যম নিহত মানুষের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করে। ফায়ার ব্রিগেড জানায়, মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে ১১টার ব্রিজটির একটি অংশ ধসে পড়ে। এসময় সেখানে মূষলধারে বৃষ্টি হচ্ছিল।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই সময় ব্রিজের ওপর আট থেকে নয়টি গাড়ি অবস্থান করছিল। ১৯৬০ সালে নির্মিত এই সেঁতুটি ২০১৬ সাল থেকে পুননির্মাণের কাজ চলছিল।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন