১৫ অক্টোবর ২০২৫

ইউনিসেফের জনসচেতনতা মূলক বিজ্ঞাপনে পূর্ণিমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইউনিসেফের জনসচেতনতা মূলক বিজ্ঞাপনে পূর্ণিমা

বিনোদন ডেস্ক : একজন শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে চিত্রনায়িকা পূর্ণিমা তার অভিনয় জীবনের শুরু থেকেই নানান ধরনের সামাজিক দায়বদ্ধতা মূলক কাজ করে আসছেন। নিজের পেশাগত কাজ অভিনয়ের পাশাপাশি তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য এই ধরনের কাজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার ভিন্ন একটি সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করেছেন পূর্ণিমা।

ইউনিসেফ বাংলাদেশ’র সচেতনতামূলক কাজ ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। আর বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন গুনী বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ আপন আহসান। এরইমধ্যে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা সৈয়দ আপন আহসান। প্রথমবারের মতো এই ধরনের সচতেনতা মূলত কাজে নিজেকে সম্পৃক্ত কনেছেন পূর্ণিমা। তাই কাজটি করে তার নিজের মধ্যেও ভীষণ ভালোলাগা কাজ করছেন বলে জানালেন পূর্ণিমা। পূর্ণিমা বলেন,‘ শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অনেক দেশেই প্রি-ম্যাচিউরড বেবি জন্ম নেয়। সাধারণত যাদের অথনৈতিক সামর্থ আছে তারা যথাযথভাবে এমন প্রি-ম্যাচিউরড বেবির চিকিৎসা করাতে পারেন। কিন্তু যারা অথনৈতিকভাবে স্বচ্ছল নয় তাদের জন্যই মূলত এই ক্যাঙ্গারু বেবি কেয়ার সিস্টেম। যথাযথভাবে নিয়ম মেনে ক্যাঙ্গারু বেবি কেয়ার ফলো করা হলে প্রি-ম্যাচিউরড বেবি সুস্থভাবে বেড়ে উঠতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুউব কার্যকরী হবে বলেই আমি মনেকরি। একজন মা হিসেবে সবারমধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আপন ভাইয়ের অনুপেরণায় আমি এ কাজটি করেছি। এমন একটি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে ভীষণ ভালোলাগছে আমার।’

এদিকে আগামীকাল নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হবেন পূর্ণিমা। সেখানে তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘গাঙচিল’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস। একই পরিচালকের ‘জ্যাম’ সিনেমার কাজ প্রায় শেষ করেছেন পূর্ণিমা। এতে তার সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। নোয়াখালীতে টানা সাতদিন ‘গাঙচিল’র শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন পূর্ণিমা। তবে এই মৌসুমে ঢাকা এবং ঢাকার বাইরে স্টেজ শো’তে উপস্থাপনা নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন পূর্ণিমা। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ সিনেমাতে অভিনয় করে পূর্ণিমা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আরটিভিতে তারই উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিলো।

বিপি/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন