
জামালগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে নারীদের নিয়ে উঠান বৈঠক


সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমান এর উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্টিত হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্টিত হয়। সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।
তিনি বলেন, মো: মাহবুবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রচার ও আমার নির্বাচনী সুনামগঞ্জ-১ আসনে বিভিন্ন গ্রামে নারীসেত্রীদের সহযোগিতায় তৃনমূলে উঠান বৈঠক করে ৩১ দফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। কারণ পুরুষ নারী সকলের ভোটের মান সমান, এছাড়া আমাদের নারীরা পিছনে পড়ে আছে, তাই নারীদের মার্যাদা দিতে হবে।
আজ নারীরা পিছিয়ে নেই। নারীরা দেশের সর্বচ্ছস্থানে রয়েছেন। আমি চাই তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে যাক। সবাই ৩১ দফা সম্পর্কে অবগত হোক। তিনি আরও বলেন, উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনা সৃষ্টি হচ্ছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে উঠান বৈঠক, পথ সভা ও গনসংযোগ চালিয়ে যাচ্ছি। আমার জন্য সকলেই দোয়া করবেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ: প্রধান উপদেষ্টা
