
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি মিথ্যে কথা বলছে : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়



বাংলাপ্রেস অনলাইন: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকের অবকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য কোনো আবেদন জানায়নি। আমেরিকা এ পুরোপুরি মিথ্যা বলছে।
তিনি বলেন, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির এ সংক্রান্ত বক্তব্য একেবারেই হাস্যকর। ইরান জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকের অবকাশে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আবেদন করেছে বলে নিকি হ্যালি দাবি করার পর তেহরানের পক্ষ থেকে দৃঢ় ভাষায় প্রত্যাখ্যান করা হলো।
বাহরাম কাসেমি আরও বলেছেন, আমেরিকার এ ধরণের মনস্তাত্ত্বিক তৎপরতা ও অপপ্রচার নতুন কিছু নয়। এর সঙ্গে ইরান আগে থেকেই পরিচিত।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তেহরান তখনি তা প্রত্যাখ্যান করেছে। গত ১৩ আগস্ট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, অতীত অভিজ্ঞতা, সুস্পষ্ট যুক্তি ও ব্যাপক ক্ষতির কথা বিবেচনায় নিয়ে বলদর্পী সরকারের সঙ্গে ইরান আলোচনায় বসবে না। প্রেসিডেন্ট ড. রুহানিও বলেছেন, আমেরিকা নানা পদক্ষেপের মাধ্যমে আলোচনার পরিবেশ নষ্ট করেছে।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন



পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি ৪৩ দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর?


