১৪ অক্টোবর ২০২৫

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি মিথ্যে কথা বলছে : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি মিথ্যে কথা বলছে : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাপ্রেস অনলাইন: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকের অবকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য কোনো আবেদন জানায়নি। আমেরিকা এ পুরোপুরি মিথ্যা বলছে।

তিনি বলেন, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির এ সংক্রান্ত বক্তব্য একেবারেই হাস্যকর। ইরান জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকের অবকাশে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আবেদন করেছে বলে নিকি হ্যালি দাবি করার পর তেহরানের পক্ষ থেকে দৃঢ় ভাষায় প্রত্যাখ্যান করা হলো।

বাহরাম কাসেমি আরও বলেছেন, আমেরিকার এ ধরণের মনস্তাত্ত্বিক তৎপরতা ও অপপ্রচার নতুন কিছু নয়। এর সঙ্গে ইরান আগে থেকেই পরিচিত।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তেহরান তখনি তা প্রত্যাখ্যান করেছে। গত ১৩ আগস্ট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, অতীত অভিজ্ঞতা, সুস্পষ্ট যুক্তি ও ব্যাপক ক্ষতির কথা বিবেচনায় নিয়ে বলদর্পী সরকারের সঙ্গে ইরান আলোচনায় বসবে না। প্রেসিডেন্ট ড. রুহানিও বলেছেন, আমেরিকা নানা পদক্ষেপের মাধ্যমে আলোচনার পরিবেশ নষ্ট করেছে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন