-68eba6bfe183f.jpg)
ঝিনাইদহে চাঞ্চল্যকর জামিরুল ইসলাম হত্যা মামলার দুই আসামী গ্রেফতার



ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার চাঞ্চল্যকর জামিরুল ইসলাম হত্যা মামলার আজিজুল ও নাসির উদ্দিন নামে দুই আসামীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সেসময় আজিজুলের কাছ থেকে ১টি বিদেশী বন্দুক, ৫ রাউন্ড গুলি ও নাসিরের কাছ থেকে নিহত জামিরুল ইসলামের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুন্ডু থানার রামচন্দ্রপুর (কাদিখালী) গ্রাম থেকে আওলাদ আলীর ছেলে আজিজুলকে গ্রেফতার করা হয়। এবং তার হেফাজত থেকে ১টি বিদেশী বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই রাতে চুয়াডাঙ্গা জেলার নবীনগর গ্রামের সামাদ মালিথার ছেলে নাসিরকে গ্রেফতার করা হয় এবং বাড়িতে লুকানো নিহত জামিরুল ইসলামের মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এর আগে আরো ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো মিলন, নাজিম, আনারুল, গোলাপ মেম্বর ও গিয়াস।
এদের মধ্যে গোলাপ মেম্বর, আনারুল ও নাজিম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাপ মেম্বরের নেতৃত্বে জামিরুল ইসলামকে হত্যা করা হয়। এ বিষয়ে ঝিনাইদহ পুলিশ সুপার মো:হাসানুজ্জামান পিপিএম প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানান।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
