১৪ অক্টোবর ২০২৫

ঝিনাইদহে লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধ, বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধিঃ লকডাউনের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসায়ীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে ব্যবসায়ীরা। শৈলকুপা বাজারের চোরাস্তা মোড়ে শত শত ব্যবসায়ী বেঞ্চ দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা লকডাউন মানিনা মানব না বলে শ্লোগান দিতে থাকে। ব্যবসায়ীদের টানা ২ ঘন্টা অবরোধে বাজারের সড়কে যানযটের সৃষ্টি হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ। পরে শৈলকুপার পৌর মেয়র ও বাজার কমিটির সভাপতি কাজী আশরাফুল আজমের দেওয়া আশ্বাসে ব্যবসায়ীরা ১ঘন্টার জন্যে অবরোধ তুলে নিয়ে নিজ ব্যবস প্রতিষ্ঠানের সামনে অবস্থান করতে থাকে।বাজারের ব্যবসায়ী হাসমত আলী হিরা জানান দীর্ঘ দিনের লকডাউনের পর তারা একটু ঘুরে দাড়ানোর চেষ্টা করছেন। আবার এক সপ্তাহের লকডাউনে তারা ক্ষতিগ্রস্থ হবেন ও লোনের কিস্তি কিভাবে দেবেন। এসব কারণে তারা লকডাউন চান না। স্বাস্থবিধি মেনে ব্যবসা করতে চান।ব্যবসায়ীদের সড়ক অবরোধ নিয়ে ইউএনও কানিজ ফাতেমা লিজা বলেন, তিনি পৌর মেয়র কাজী আশরাফুল আজমের সাথে ব্যবসায়ীদের দাবি নিয়ে আলোচনায় বসেছেন। শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান জানান, শৈলকুপা বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন