১৫ অক্টোবর ২০২৫

জনপ্রিয় কমেডিয়ান অভিনেতার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জনপ্রিয় কমেডিয়ান অভিনেতার মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর প্রাণ গেল বলিউডের বহুল পরিচিত কমেডিয়ান অভিনেতা অতুল পারচুরের। সোমবার (১৪ অক্টোবর) সকালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫৭ বছর বয়স হয়েছিল এ অভিনেতার। এ অভিনেতা দুর্ধর্ষ কমিক টাইমিংয়ের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে জনপ্রিয় ছিলেন। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-এ দেখা গিয়েছিল তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কয়েক মাস আগেই ৫ সেন্টিমিটার টিউমার শনাক্ত থেকে ক্যানসার হওয়ার কথা জানিয়েছিলেন এ মারাঠি অভিনেতা। ‘আর কে লক্ষ্মণ কি দুনিয়া’ এবং ‘জাগো মোহন প্যায়ারে’ খ্যাত অভিনেতা ক্যানসার সম্পর্কে আরও বলেছিলেন, আমার মনে হয় আপনি যখন অসুস্থ থাকেন, তখনেই বুঝতে পারেন মানুষ আপনাকে ঠিক কতটা ভালোবাসে। ছয় মাসে মানুষের কাছ থেকে এই পরিমাণ ভালোবাসা পেয়েছি, যা বলার মতো না এবং তাদের প্রতি কৃতজ্ঞ আমি। অতুল পারচুরেকে কপিল শর্মা শোয়ে বছরের পর বছর ধরে অভিনেত্রী সুমনা চক্রবর্তীর বাবার চরিত্রে দেখা গেছে। টেলিভিশন শোয়ের পাশাপাশি নিয়মিত সিনেমায়ও অভিনয় করেছেন এ কমেডিয়ান তারকা। এছাড়া ‘যম হ্যায় হাম’, ‘বড়ি দূর সে আয়ে হ্যায়’-এর মতো হিন্দি ধারাবাহিকের পাশাপাশি মারাঠি ধারাবাহিকেও দেখা গেছে তাকে। তার অভিনীত চরিত্রগুলোয় সবসময় বাস্তবতার ছোঁয়া থাকতো। ফলে অল্পতেই চরিত্রে মিশে যেতে পারতেন এবং অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিতেন। ‘খাট্টা মিঠা’, ‘অল দ্য বেস্ট’, ‘আওয়ারাপন’ ও ‘সালাম-ই-ইশক’র মতো অসংখ্য বলিউড সিনেমায় দেখা গেছে অভিনেতা অতুল পারচুচেকে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন