
কাঁচা মরিচের কেজিতে কমেছে ১৩০ টাকা


বাংলাপ্রেস ডেস্ক: দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থালবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ইতিমধ্যে কমতে শুরু করেছে দাম।
জানা গেছে, হিলি স্থালবন্দরের পাইকারী মোকামে কেজিপ্রতি ১৩০ টাকা কমে এখন ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত দুই দিন আগেও ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ।
ভারতের মধুপুর, বেল ডাঙ্গা, বিহারসহ বিভিন্ন প্রদেশ থেকে আনা হচ্ছে এসব কাঁচা মরিচ। সেগুলো সরবরাহ হচ্ছে ঢাকা, সিলেট, রংপুরসহ বিভিন্ন বাজারে।
আজ রবিবার বিকেলের দিকে হিলি স্থলবন্দরের পাইকারি মোকাম ঘুরে জানা যায়, ভারত থেকে আমদানির পর কমতে শুরু করেছে দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজমা উদ্দীন বলেন, দুর্গাপূজার ছুটি শেষে হিলি স্থালবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গতকাল শনিবার ভারতের ১১ ট্রাকে ১১০ টন কাঁচা মরিচ এবং আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩ ট্রাকে ২৫ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। পণ্যটি পচনশীল হওয়ায় সব প্রক্রিয়া দ্রুত শেষ করছে হিলি কাস্টমস।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





