১৪ অক্টোবর ২০২৫

কাশ্মিরে সেনাদের গুলিতে ৩ বিক্ষোভকারী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
কাশ্মিরে সেনাদের গুলিতে ৩ বিক্ষোভকারী নিহত

বাংলাপ্রেস অনলাইন : জম্মু ও কাশ্মিরের কুলগামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনীর ছোড়া গুলিতে ১৬ বছরের এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছে। নিহত শাকির আহমদ (২২), ইরশাদ মাজিদ (২০) ও আন্দালিব (১৬) কুলগামের হাওরা এলাকার বাসিন্দা ছিলেন। আহত হয়েছে আরও ১০ বিক্ষোভকারী, যাদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ।

এনডিটিভি জানায়, শনিবার কাশ্মিরের দক্ষিণের কুলগাম জেলার রেদওয়ানি এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের উপর বিক্ষোভকারীরা পাথর ছুড়ে হামলা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার পর কুলগাম ও অনন্তনাগ এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন