
খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন হবে না : বিএনপি


বাংলাপ্রেস অনলাইন: সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা। রোববার বেলা ২টা থেকে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছেন। বক্তারা জনসভা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি তাঁকে কারাগারে রেখে এ দেশে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন।
জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমি সরকারকে প্রশ্ন করতে চাই, খালেদা জিয়া জেলে কেন? জবাব দিতে হবে। খালেদা জিয়াকে মিথ্য মামলায় জেলে দিয়েছেন। জামিন পেলেও এখনো তিনি জেলে কেন? জবাব দিতে হবে। যতই চেষ্টা করেন না কেন খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন হবে না। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।
যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। কিন্তু সরকার চক্রান্ত করছে ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে। কিন্তু সেটি সরকারকে করতে দেওয়া হবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, সরকারের সবচেয়ে বড় ভয় খালেদা জিয়া। তিনি মুক্ত থাকলে তারা অবৈধ ক্ষমতা দখল করতে পারবে না। সেজন্য তাঁকে মিথ্যা মামলায় আটকে রেখেছে। তাই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। না হলে দেশের গণতন্ত্র মুক্ত হবে না।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন


.jpg)


