
খালেদা জিয়ার চিকিৎসা জেলকোড অনুযায়ী হবে : স্বরাষ্ট্রমন্ত্রী



বাংলাপ্রেস অনলাইন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন জেলকোড অনুযায়ী বেগম জিয়ার চিকিৎসা দেয়া হবে। কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে বলে দাবি করেছে বিএনপি। তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি জানানো হয়েছে।
রোববার (০৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির ৭ সদস্য। মন্ত্রীর সঙ্গে তারা প্রায় আধাঘণ্টা বৈঠক করেন। পরে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছেন তারা। এদিকে, মন্ত্রী জানান, চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ আছেন। তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। এ বিষয়টি নিয়ে আমরা তার কাছে এসেছিলাম। এর আগেও আমাদের একটি ডেলিগেশন এসেছিল। আমরা তাকে অনুরোধ করে বেগম জিয়াকে একটি বিশেষায়িত হাসপাতালে যেন চিকিৎসা দেয়া হয়। এবং সেটা তার পছন্দের ইউনাইটেড হাসপাতালে তাকে দেয়ার অনুরোধ করেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেসমস্ত বিশেষজ্ঞ ডাক্তার গতবারও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি বোর্ড তৈরি করেছিলেন তদ্রুপভাবে আবারও তাকে যারা চিকিৎসা করতেন এবং আমাদের সরকারি ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করবেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে সুপারিশ অনুযায়ী আমাদের নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো। জেলকোড অনুযায়ী সর্বোচ্চ সুযোগ-সুবিধা আমরা তাকে দেব।’
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন



পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি ৪৩ দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর?


