
বাংলাপ্রেস ডেস্ক: সোমবার কক্সবাজার রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন লাগে। স্থানীয় সূত্র জানায় সোমবার বিকালের দিকে বালুখালি কাম্প-৮ থেকে আগুনের সূত্রপাত ঘটে।
বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় হাজারেরও বেশি বসতি পুড়ে গেছে। এতে অনেকেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। কারও কারও অগ্নিদগ্ধ শরীর চেনারও উপায় নেই। আগুনে পুড়ে কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও কোনভাবেই জানা সম্ভব হচ্ছেনা।
তবে এ প্রতিবেদকের কাছে বিভিন্ন সূত্র থেকে অন্তত ১৬ টি অগ্নিদগ্ধ মৃতদেহের ছবি এসেছে। যদিও এগুলোর সত্যতা নিশ্চিত করা এই মুহুর্তে সম্ভব হচ্ছেনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৩টার দিকে উখিয়ার ৮ নাম্বার ক্যাম্পে আগুন লাগে। এরপর আশেপাশের ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও কাজে নেমেছে। রাত সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে হাজারেরও বেশি বসতি পুড়ে যায়। বাংলাদেশ সরকারের দপ্তর এবং জাতিসংঘের সংস্থাগুলো থেকে জানানো হয়েছে, হতাহতের এবং ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে।
সোমবার কক্সবাজার রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন লাগে। স্থানীয় সূত্র জানায় সোমবার বিকালের দিকে বালুখালি কাম্প-৮ থেকে আগুনের সূত্রপাত ঘটে। সূত্রঃ ভয়েস অব আমেরিকা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]