-68eba6bfe183f.jpg)
কক্সবাজারে অঞ্জাত পরিচয়ের ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার



জাহেদুল ইসলাম,কক্সবাজার থেকে: কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সংলগ্ন কাটা পাহাড় এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করছে পুলিশ।সোমবার(১৫ জুলাই)সকাল ১০ টার দিকে স্থানীয়দের দেয়া সংবাদে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে।পুলিশের প্রাথমিক ধারণামতে,নিহত দু”জন মাদক কারবারি।ইয়াবার ভাগবাটোয়ারা নিয়ে হয়ত দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে তারা মারা যেতে পারে বলে পুলিশ জানায়।উদ্ধারকৃত মৃতদেহ দুটির এখনো পরিচয় জানাযায়নি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি(তদন্ত)মোঃখাইরুজ্জামান বলেন,সকালে খবর পেয়ে কলাতলী বাইপাস সড়কের পাশে কাটা পাহাড় নামক স্থান থেকে গুলিবিদ্ধ দু”টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।যাদের এখনো পরিচয় পাওয়া সম্ভব হয়নি এবং পরিচয় পাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।পরিচয় পাওয়া গেলে আরো বিস্তারিত জানা যাবে এবং মৃতদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
