-68eba6bfe183f.jpg)
কক্সবাজারে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

জাহেদুল ইসলাম, কক্সবাজার থেকে : কক্সবাজারের দ্বিপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ি সাইরার ডেইল এলাকায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’এক জলদস্যু নিহত হয়েছে।
সোমবার(২ সেপ্টেম্বর)ভোরে র্যাবের-টহল দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ঘটনাটি ঘটে।উক্ত বন্দুকযুদ্ধে নিহতের নাম নুরুল কাদের রানা(৩৪)তিনি একই এলাকার এলাকার নুরুল হকের ছেলে।এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি,নিহত রানা বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’ দস্যু।এবং তিনি গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা।র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




অন্যান্য
নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
