
কলম্বিয়া প্রেসিডেন্টের ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র শুক্রবার ঘোষণা করেছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ভিসা প্রত্যাহার করা হবে। কারণ, তিনি নিউ ইয়র্কে একটি ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নিয়ে ‘অবিবেচক ও উত্তেজক’ মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে, ‘আজ পেট্রো নিউ ইয়র্কের একটি রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সৈন্যদের নির্দেশ অমান্য করতে এবং সহিংসতা উস্কে দিতে আহ্বান জানিয়েছেন। আমরা তার ভিসা প্রত্যাহার করছি।’
পেট্রো বিক্ষোভে অংশগ্রহণের সময় ব্রিটিশ সঙ্গীতশিল্পী রজার ওয়াটার্সের সঙ্গেও ছিলেন। তিনি বলেন, ‘গাজায় যা ঘটছে তা স্পষ্টভাবে গণহত্যা।’
এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের ভেটোর কারণে কূটনীতির সব আশা ধ্বংস হয়েছে উল্লেখ করেন।
পেট্রো মার্কিন সেনাদের উদ্দেশে বলেন, ‘ট্রাম্পের নির্দেশ মানবেন না, মানবতার নির্দেশ মানুন।’ তিনি আরও যোগ করেন, ‘ইতিহাস দেখিয়েছে, কূটনীতি শেষ হলে মানবতা অন্য ধরনের সংগ্রামে নামতে বাধ্য হয়।’
কলম্বিয়ার অন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী আর্মান্ডো বেনেদেত্তি এক্স-এ লিখেছেন, ‘নেতানিয়াহুর ভিসা প্রত্যাহার হওয়া উচিত ছিল, পেট্রোর নয়। তবে, সাম্রাজ্য তাকে রক্ষা করছে, তাই একমাত্র সত্য বলার সাহস দেখানো প্রেসিডেন্টের ওপর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
কলম্বিয়ার স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পেট্রো শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে বোগোটা ফিরছেন।
এছাড়াও যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের কয়েকজন কর্মকর্তাসহ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করেছে, ফলে তারা জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে পারছেন না।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি। সিএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প

ভারতের ৩ কাশির সিরাপের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
