[embed]https://youtu.be/d_xmX2AgFWY[/embed]
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী কৌশলী ইমা'র গাওয়া ঈদের বৈচিত্র্যময় নতুন গান পছন্দ করেছেন ইউটিউব দর্শকরা। গত চার বছর আগে ‘আজ খুশির বান ডেকেছে বাঁকা চাঁদের হাসিতে, রাখালিয়া বাঁশিতে, বাজাও ঢাক বাজাও ঢোল এ আনন্দ মেলাতে ভাইরে ঈদ মিলন মেলাতে ঈদ মোবারক, ঈদ মোবারক গানটি ইউটিউবে আপ্লোদ করার পর ব্যাপক সাড়া পড়েছে জানিয়েছেন শিল্পী কৌশলী ইমা।
নিউ ইয়র্ক প্রবাসী প্রবীন সাংবাদিক ও গীতিকার জীবন চৌধুরীর লেখা মৌলিক এ গানটির সুর করেছেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার আনিসুর রহমান তনু এবং সঙ্গীত পরিচালনা করেছেন দেশ ও প্রবাসের জনপ্রিয় সঙ্গীত নাদিম আহমেদ। বেশ কিছুটা সময় নিয়ে কৌশলী ইমা আন্তরিকতার সাথে এ গানটির রেকর্ডিং সম্পন্ন করেছেন নিউ ইয়র্কের মিডি মিউজিক স্টুডিওতে।
শিল্পী কৌশলী ইমা বলেন, সেই ছোটবেলা থেকেই প্রত্যেক ঈদে শুধু একটি গানই শুনে আসছি। ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ কবি কাজী নজরুল ইসলামের লেখা এ গানের পর আর কোন গান তেমন একটা শোনা যায়না। নতুন এ গান গেয়ে তিনি নিজেই খুব স্বাচ্ছন্দবোধ করছেন। তবে ঈদের এ গানটি মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর ও ঈদ-উল আজহা দুটোতেই প্রযোজ্য।
তিনি আরও বলেন, মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান 'ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। প্রচলিত এ গানের পাশাপাশি ঈদের নতুন গান ‘আজ খুশির বান ডেকেছে বাঁকা চাঁদের হাসিতে, রাখালিয়া বাঁশিতে, বাজাও ঢাক বাজাও ঢোল এ আনন্দ মেলাতে ভাইরে ঈদ মিলন মেলাতে ঈদ মোবারক, ঈদ মোবারক এ ধরনের একটি গান গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অসংখ্য ইউটিউব দর্শক গানটি নানা ধরনের মতামতসহ তাকে ব্যক্তিগতভাবে ইমেইল করে শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁর গাওয়া এ গানটি হয়তো একদিন বাংলাদেশের বিভিন্ন টেলেভিশন চ্যানেলে বাজবে আশা করছেন কৌশলী ইমা। ঈদের নতুন এ গানটি সঙ্গীত পিপাসু অনেকেরই ভাল লাগবে। সমকালীন ও লোকসঙ্গীত শিল্পী হিসেবে কৌশলী ইমা যুক্তরাষ্ট্রের সঙ্গীতাঙ্গনে বেশ জনপ্রিয়। ‘আমলনামা ডটকম’ ‘মাটির মানুষ’ ও ‘জেন্টলম্যান’ নামে তার তিনটি অ্যালবাম বের হয়েছে।
ঈদের এ গানের একটি মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। সুখ মাল্টিমিডিয়া প্রযোজিত এ মিউজিক ভিডিওটি ইতোমধ্যে গণমাধ্যমে বেশে সাড়া ফেলেছে।
গানটি শোনার জন্য Eid Mubarak-Kousholy Ema নামে ইউটিউবে অনুসন্ধান করলেই শোনা যাবে এ গান।
গানটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
https://youtu.be/d_xmX2AgFWY
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]