১৪ অক্টোবর ২০২৫

করোনার উপসর্গ নিয়ে সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুলের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনার উপসর্গ নিয়ে সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুলের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: করোনার উপসর্গ নিয়ে বগুড়ার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল মারা গেছেন। কয়েকদিন ধরে জ্বর-কাশিতে ভোগা সাবেক এই সংসদ সদস্যকে বৃহস্পতিবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু গণমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরে জ্বর, কাশি ও ডায়রিয়ায় ভুগছিলেন কামরুন নাহার পুতুল। বৃহস্পতিবার রাতে শহরের কালিতলা এলাকার বাসায় পুতুলের অসুস্থতা বেড়ে গেলে স্বজনরা তাকে শজিমেক হাসপাতালে নেন। রাত সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় দু’দিন আগে তার নমুনা সংগ্রহ করে শজিমেকের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এই নমুনা পরীক্ষার ফলাফল এলে বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন নাকি অন্য কোনো অসুস্থতায় মারা গেছেন। ছেলের চিকিৎসা শেষে তিনি সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফেরেন বলেও জানান এই চিকিৎসক।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল ১৯৯৬ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়নও পান তিনি। তার স্বামী মোস্তাফিজুর রহমান পটল ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে বগুড়া-৫ (গাবতলী) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ওই সংসদে আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন