১৫ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামে ধর্ষণ বিরোধী মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুড়িগ্রামে ধর্ষণ বিরোধী মানববন্ধন

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: “ধর্ষণের মতো জঘন্য ও পাশবিক নির্যাতন আমাদের নিষ্পাপ শিশু তথা ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের পথে অশনি সংকেত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুব ফোরামের নেতৃত্বে জয়মনিরহাট বাজার সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জয়মনিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, যুবকরাই দেশের উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালন করে। জয়মনিরহাট ইউনিয়নের ন্যায় সারা দেশের যুবকরা এগিয়ে এলেই ধর্ষণ, মাদক ও বাল্যবিয়ের মতো সামাজিক সমস্যা খুব সহজেই সমাজ থেকে দুর করা সম্ভব।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, ইমাম, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, গন্যমান্য ব্যক্তিসহ সচেতন নাগরিকর মানববন্ধনে অংশগ্রহণ করেন। ধর্ষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়মনিরহাট ইউনিয়ন ফেডারেশন যুব ফোরাম মানব বন্ধনের আয়োজন করে। যুব ফোরামের সদস্যরা মনে করে সমাজের সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন