১৩ অক্টোবর ২০২৫

ক্যানসার সৃষ্টির দায়ে জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৬ পিএম
ক্যানসার সৃষ্টির দায়ে জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার জরিমানা

 

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ব বিখ্যাত প্রসাধনী কোম্পানি জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত ট্যালকম পাউডার ক্যানসার সৃষ্টির অভিযোগে কোম্পানিটিকে দোষী সাব্যস্ত করে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি জুরি ।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মে মুর ২০২১ সালে ক্যানসারে মারা যান। একই বছর তার পরিবার জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা করে।মামিলায় অভিযোগ করা হয়, কোম্পানির উৎপাদিত ট্যালকম পাউডার ক্যানসার সৃষ্টি করে। তাদের বেবি পাউডার ও অন্যান্য ট্যালকম পণ্য ব্যবহারের পর মে মুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার রাতে লস অ্যাঞ্জেলসের জুরি বোর্ড রায় দেন, কোম্পানিটি ১ দশমিক ৬ কোটি ডলার (১৬ মিলিয়ন) ক্ষতিপূরণ এবং ৯৫০ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দেবে। আদালতের নথি অনুযায়ী কোম্পানির ট্যালকম বেবি পাউডার পণ্যে অ্যাসবেস্টস ফাইবার ছিল, যা মে মুর বিরল ক্যানসার রোগের কারণ।

মুর পরিবারের আইনজীবী ট্রে ব্রানহ্যাম বলেন, ‘আমরা আশাবাদী জনসন অ্যান্ড জনসন অবশেষে এসব মৃত্যুর দায় স্বীকার করবে।’

জনসন অ্যান্ড জনসনের বৈশ্বিক মামলাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেছেন, ‘কোম্পানি অবিলম্বে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। এই রায়কে ‘চূড়ান্তভাবে বেআইনি ও অযৌক্তিক’ বলে অভিহিত করেন তিনি।

এ আইনজীবী বলেন, মুর মামলায় বাদীপক্ষের আইনজীবীরা তথাকথিত ‘ভুয়া বিজ্ঞান’-এর ভিত্তিতে যে যুক্তি উপস্থাপন করেছেন, তা জুরির সামনে কখনোই উপস্থাপন করা উচিত ছিল না।

এই রায় আপিলের মাধ্যমে কমে যেতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের মতে, সাধারণত শাস্তিমূলক দণ্ড ক্ষতিপূরণের ৯ গুণের বেশি হওয়া উচিত নয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন