১৪ অক্টোবর ২০২৫

লালমনিরহাট রেল বিভাগে জনবল সংকট বর্তমানে মূল সমস্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাট রেল বিভাগে জনবল সংকট বর্তমানে মূল সমস্যা

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : নানা সমস্যা নিয়েই চলছে লালমনিরহাট রেল বিভাগ। বর্তমানে জনবল সংকটি মূল সমস্যা। এছাড়াও ইঞ্জিন সংকট, কোচ সংকট, অবকাঠামো মেরামতসহ নানা সংকটে চলছে লালমনিরহাট রেল বিভাগ।

জানাগেছে, লালমনিরহাট রেল বিভাগে মোট ৫৯ টি ষ্টেশন রয়েছে যার মধ্যে বন্ধ রয়েছে ১৭ টি। বাকি ৪২টি ষ্টেশন দির্ঘদিন থেকে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আয়তনে ৫৩৫.৫৩ কিঃমিঃ মিটার গেজ লাইনে আন্তনগর ট্রেন চলছে ৮টি। লেবেল ক্রসিং গেট রয়েছে ১০৭ টি যার মধ্যে জনবল সংকট রয়েছে ৪৮ টি গেইটে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। ষ্টেশন মাষ্টার ১৭৫ জন প্রয়োজন থাকলেও কর্মরত আছেন ৭৮ জন, তার মধ্যে আবার ৬ জন আছেন প্রশিক্ষনে।

৮০ জন গার্ডের স্থলে কাজ করছেন ৫৫ জন। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত বিভাগিয় পরিবহন কর্মকর্তা মো: সাজ্জাত হোসেন উল্যেখিত তথ্যগুলি নিশ্চিত করে বলেন, বর্তমানে আমাদের মূল সমস্যা জনবল সংকট। ৭৬ জন গেইটম্যান নিয়োগের জন্য উর্ধতন কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে। তিনি আরো বলেন বর্তমান সরকার রেল বান্ধব সরকার। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সড়ক পথের চেয়ে রেল বিভাগকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমরা আসা করি সরকার খুব দ্রততম সময়ে রেলের জনবলসহ নানা সংকট নিরসনে প্রয়জনীয় পদক্ষেপ গ্রহন করে বাংলাদেশ রেলওয়েকে আরো গতীশিল করবেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন