১৪ অক্টোবর ২০২৫

লালমনিরহাট সীমান্তে দুই বাংলার মিলন মেলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাট সীমান্তে দুই বাংলার মিলন মেলা

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : মা এসেছে মেয়ের সাথে দেখা করতে, ভাই এসেছে ভাইয়ের দেখা করতে। মা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরতে চেষ্টা করলেও সেখানে বাঁধা হয়ে দাড়াঁয় সীমান্তের কাটা তার। তারপরও দুর থেকে মা-মেয়ের দেখা ও কথা হওয়ায় খুশি মুখে বাড়ি ফিরছেন মেয়ে দীপা বালা। সনাতন ধর্মালম্বীদের কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর বাউরা সীমান্তের বিপরীতে ভারতীয় কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের নিকট বাংলাদেশ-ভারত দুই দেশের মানুষদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দুই দেশের হিন্দু ধর্মালম্বী ছাড়াও মুসলমানসহ কয়েক হাজার মানুষ দুই বাংলার আত্মীয়-স্বজন একে অপরকে একনজর দেখার জন্য ভারতীয় কাটা তারের বেড়ার দু’পাশে ভীড় জমান। এ সময় উভয় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন তাদের আপনজনদের দেখে আবেগ আপ্লুত হন ও কুশল বিনিময় করেন।

হাতীবান্ধা উপজেলার নাওদাবাস এলাকা থেকে আসা প্রদীব কুমার বলেন, ৪৭ সালে দেশ ভাগের সময় এক চাচা ভারতে চলে গেছে। চাচাত ভাইদের সাথে দেখা করে অনেক ভালো লাগছে। জমগ্রাম এলাকার ইউনুস আলী সরকার বলেন, ভারতে বসবাসরত ভাই, ভাতিজাদের সাথে কথা বলে মনে শান্তি লাগছে।

বাংলাদেশ থেকে দেখতে আসা লোকজনদের মাঝে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রসাদ বিতরণ করেন। পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রহুল আমিন বাবুল বলেন, প্রতি বছর কালীপূজার সময় দুই বাংলার লোকজন একটু দেখা করতে সীমান্তে মিলিত হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন