১৪ অক্টোবর ২০২৫

লালমনিরহাট সমান্তে বিজিবির অভিযানে মাদক ও শাড়ি উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাট সমান্তে বিজিবির অভিযানে  মাদক ও শাড়ি উদ্ধার

মো: মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: লালমনিরহাটের সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, পাঞ্জাবি, ফেনসিডিল এবং গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে সোমবার দুপুরে আটক করেছে বিজিবি। কুলাঘাট ও মোগলহাট বিওপি ক্যাম্পের বিজিবি এ অভিযান চালায়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কুলাঘাট বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার মো. জয়েন উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৯২৮/৩-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে কুলাঘাট ব্রিজ এলাকায় ভারতীয় শাড়ি, পাঞ্জাবি এবং একটি পিকআপ ভ্যান আটক করে।

অপরদিকে মোগলহাট বিওপি’র সীমান্ত পিলার ৯২৮/৪-এস থেকে ৫০কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ফলিমারীচর এলাকা থেকে অনীল চন্দ্রের ছেলে শ্রী নয়ন চন্দ্র রায়কে আটক করা হয়। বাইসাইকেলের টিউবে গাঁজা পাচারের সময় মোগলহাট বিওপির টহলদল এক কেজি গাঁজা ও বাইসাইকেলসহ তাকে আটক করে। একই সময় মোগলহাট বিওপি’র বিজিবি সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ৯২৭/২-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমারটারী এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৭ বোতল বিদেশি মদসহ আরো দুইজনকে আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৪০ লাখ ২৮ হাজার ২৬০ টাকা। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. আনোয়ার-উল-আলম, বিজিবিএম, পিবিজিএম সাংবাদিকদের বলেন, সীমান্তে নিয়োজিত বিজিবিদের মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক বিজিবি সীমান্তে টহল তৎপরতা আরো জোরদার করেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন