-68eba6bfe183f.jpg)
লালমনিরহাট সমান্তে বিজিবির অভিযানে মাদক ও শাড়ি উদ্ধার



মো: মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: লালমনিরহাটের সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, পাঞ্জাবি, ফেনসিডিল এবং গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে সোমবার দুপুরে আটক করেছে বিজিবি। কুলাঘাট ও মোগলহাট বিওপি ক্যাম্পের বিজিবি এ অভিযান চালায়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কুলাঘাট বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার মো. জয়েন উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৯২৮/৩-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে কুলাঘাট ব্রিজ এলাকায় ভারতীয় শাড়ি, পাঞ্জাবি এবং একটি পিকআপ ভ্যান আটক করে।
অপরদিকে মোগলহাট বিওপি’র সীমান্ত পিলার ৯২৮/৪-এস থেকে ৫০কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ফলিমারীচর এলাকা থেকে অনীল চন্দ্রের ছেলে শ্রী নয়ন চন্দ্র রায়কে আটক করা হয়। বাইসাইকেলের টিউবে গাঁজা পাচারের সময় মোগলহাট বিওপির টহলদল এক কেজি গাঁজা ও বাইসাইকেলসহ তাকে আটক করে। একই সময় মোগলহাট বিওপি’র বিজিবি সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ৯২৭/২-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমারটারী এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৭ বোতল বিদেশি মদসহ আরো দুইজনকে আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৪০ লাখ ২৮ হাজার ২৬০ টাকা। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. আনোয়ার-উল-আলম, বিজিবিএম, পিবিজিএম সাংবাদিকদের বলেন, সীমান্তে নিয়োজিত বিজিবিদের মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক বিজিবি সীমান্তে টহল তৎপরতা আরো জোরদার করেছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
