-68eba6bfe183f.jpg)
লালমনিরহাটের কালীগঞ্জে ১৭১ তরুনের সংগঠন মানুষ মানুষের জন্য (মামাজ)


মোঃ মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে: এক ফোটা রক্তের অভাবে কেউ প্রান হারাবে না এই প্রতিজ্ঞায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ১৭১ তরুন গড়ে তুলেছে মানুষ মানুষের জন্য (মামাজ) নামের একটি সংগঠন। মূমূর্ষ রোগীর রক্ত প্রয়োজন হলেই ছুটে যায় মামাজ তরুনরা। শুধু রক্ত দান করে মূর্মূষ মানুষের প্রান ফিরিয়ে দেয় না তরুনরা, গাছে গাছে পাখির অভয়রন্যের জন্য পাখির বাসা তৈরী, সবুজ পৃথিবী গড়তে বাড়ি বাড়ি গাছের চারা বিতরন করে দরিদ্র মানুষের রক্ত পরীক্ষাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম স্বেচ্ছাশ্রমে চালিয়ে যাচ্ছে মামাজ তরুনরা। তাদের কার্যক্রমে খুশি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতাসহ সুশিল সমাজ। নিল রঙ্গের টিসার্ট পড়ে একঝাক তরুন, কারো হাতে গাছ, কারো হাতে কোদাল। কেউ আবার পাখির অভয়ারন্যের জন্য পাখির বাসা (মাটির কলস, মাটির হাড়ি), রশি, গাছে চরবার মই ইত্যাদি নিয়ে পথচলছে গ্রামে গ্রামে নিরলস ভাবে। মানব সেবায় দ্বীপ্ত প্রতীজ্ঞায় মামাজের তরুনরা কেউ বিশ্ববিদ্যালয়,কেউ বা কলেজে পড়াশুনা করে আবার কেউ বা পড়াশুনা শেষ করে কাজের ফাঁেক করে যাচ্ছে মানব সেবার কাজ এর। যে খানে মূমূর্ষ রোগীদের রক্ত প্রয়োজন সেই খানে ছুটে চলছে মামাজ তুরুনরা। রক্তের অভাবে যেন কোন মানুেষর মৃত্যু না হয় এই প্রতিজ্ঞা মামাজ তরুনদের। বেশিরভাগ তরুন ১৮ থেকে ২০ বার করে রক্ত দিয়েছে মূমূর্ষ রোগীদের। সংগঠনটি ব্যাপক সাড়াও পেয়েছে কালীগঞ্জে।
শুধু রক্ত দিয়ে মূমূর্ষ মানুষের প্রান বাচাচ্ছে না তারা। মামাজ তরুনরা জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পাখিদের অভয়রন্য হারিয়ে যাওয়ায় তারা গাছে গাছে পাখিদের অভয়রন্য গড়ে তোলার জন্য প্রায় ২ হাজার গাছে নিরাপদে যেন পাখিরা অভয়রন্য গড়ে তুলতে পারে তাই গাছে গাছে মাটির হাড়ি তে পাখির বাসা বেধেঁ দিয়েছে। কালীগঞ্জ উপজেলায় প্রবেশ করলে চোখে পড়ে মামাজ তরুনদের নিরাপদ পাখির বাসা। এ ছাড়াও কালীগঞ্জে সবুজ পৃথীবি গড়তে মামাজ তরুনরা বাড়ি বাড়ি গিয়ে গাছ বিতরন করে এলাকায় সৃষ্টি করেছে আলোড়ন। কালীগঞ্জে অনেক এলাকায় মামাজ তরুনদের সবুজ গাছ শোভা পাচ্ছে। মামাজ তরুন মানবতার সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাব্বির আহম্মেদ লাভলু বলেন, প্রথম দিকে অনেক বাধা ছিলো তার পরেও আমরা সবসময় মূমূর্ষ মানুষের পাশে ছিলাাম, আছি এবং শুধু কালীগঞ্জে নয় মানুষ মানুষের জন্য (মামাজ) একদিন গোটা দেশে কাজ করবে। আমরা তরুন আমরা পারবো দেশের প্রতিটি উপজেলায় এই সামাজিক উন্নয়ন মূলক সংগঠন পরিচালোনা করতে । শুধু প্রয়োজন আমার মত কাউকে অন্য উপজেলায় দায়িত্ব নেয়ার।
এদিকে দীর্ঘ দিন ধরে এলাকার মানুষ কে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করছে এই তরুনরা। এতে করে অনেকে তাদের রক্তের গ্রুপ সর্ম্পকে জেনে উপকৃত ও খুশি হচ্ছে। মামাজ তরুনরা দীর্ঘ দিন ধরে চালিয়ে যাচ্ছে সামাজিক কর্মকান্ড। নিজেরা নিজেদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে চালাচ্ছে সামাজিক কর্মকান্ড গুলো। মামাজ সংগঠনটির এমন সামাজিক কর্মকান্ডে উপজেলার সর্বস্তরের মানুষ খুশি। শিক্ষাবীদ ও সুশিল সমাজের প্রতিনিধি সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও কালীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি হেলালুজ্জামান হেলাল জানান মানুষ মানুষের জন্য (মামাজ) নামের এই সংগঠন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তাদের এমন মহতি কাজে গত ১ বছরে ব্যাপক সারা পেয়েছে এবং জনপ্রীয়তা অর্জন করেছে। এমন সংগঠন দেশের প্রতিটি উপজেলায় থাকা প্রয়োজন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
