১৪ অক্টোবর ২০২৫

লক্ষীপুরের কমলনগরে ইটভাটার জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষীপুরের কমলনগরে ইটভাটার জরিমানা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের চরলরেঞ্চে মেসার্স এমএনএস ব্রিক ম্যানুফেকচারার নামের অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তিনি সাংবাদিকদের অভিযানের বিষয়টি নিশ্চিত বলেন, ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভাটার কার্যক্রম এখন বন্ধ রয়েছে। সম্প্রতি ইটভাটার কালো ধোঁয়ায় ভাটার আশপাশের গাছপালা ঝলসে যায়। ভাটা মালিক চরলরেঞ্চ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় অবৈধভাবে ভাটা পরিচালনা করে আসছেন তিনি। ভাটার আশেপাশের ক্ষতিগ্রস্তরা ভাটার বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এদিকে গত ২২জুন কমলনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। তখন ‘ইটভাটার কালো ধোঁয়ায় বিবর্ণ পরিবেশ, ঝলসে গেছে গাছপালা’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ক্ষতিগ্রস্ত মো. হুমায়ুন কবির নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলনে করে বলেন, কমলনগরের চরলরেন্স এলাকায় এমএনএস ব্রিক ম্যানুফেকাচারার নামে একটি অবৈধ ইটভাটা স্থাপন করা হয়। তখনকার সময় ভাটা মালিক মোশারফ হোসেন খোকন ইউপি চেয়ারম্যান হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করেও কোন প্রতিকার পায়নি। দীর্ঘদিন থেকে ভাটা পরিচালনার ফলে আশপাশের প্রায় দুইশত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাটার তাপে আশেপাশের গাছপালা ঝলসে গেছে। কালো ধোঁয়ায় ফুসফুসের প্রদাহ, শ্বাসকষ্ট, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার লোকজন। এছাড়া ভাটার আশেপাশের জমির ফসলও হুমকির মধ্যে পড়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন