
লক্ষ্মীপুর সরকারি কলেজে আনন্দ উচ্ছ্বাসে বসন্ত বরণ

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম


এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার নবীণদের মন্ত্রী বানিয়ে প্রবীণদের বিশ্রামে পাঠিয়েছেন। আমরা প্রবীণরা এখন বিশ্রামে। তবে যে কোন সময় মন্ত্রী পরিষদেও রদবদল হতে পারে। এ সরকার উন্নয়ন ও জনগণের সরকার। শিক্ষা ব্যবস্থায়ও আমুল পরিবর্তন আনা হয়েছে। নতুন মন্ত্রী পরিষদের অনেকে ছোট ভাই, তাদেরকে অনুরোধ করলে রাখবেন। তাই আপনাদের সমস্যাগুলো লিখিত আকারে জানালে তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবো।কলেজটির কয়েকজন শিক্ষার্থী জানান, ফুলের বসন, মধুময় বসন্ত, যৌবনের উদ্দামতা বয়ে আনার বসন্ত আর আনন্দ, উচ্ছ্বাস ও উদ্বেলতায় মন-প্রাণ কেড়ে নেওয়ার প্রথম দিন আজ। পুরনো দিনের গ্লানি ভুলে নতুন করে প্রকৃতির সঙ্গে নিজেদের বদলাতে নতুন সাজে সেজেছেন তারা। একই সঙ্গে কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও স্থানীয় নব নির্বাচিত সাংসদকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





