
লক্ষ্মীপুর থেকে সুলতানা মাসুমা রিতু: মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো জমজমাট কবিতা আবৃত্তি অনুষ্ঠান। গত ১৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলার কালেক্টরেট ভবন প্রাঙ্গণের মুক্তমঞ্চে জাতির পিতার প্রতি নিবেদিত কবিতার এক আবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত দর্শকশ্রোতাদের মাতিয়ে তোলেন স্থানীয় কবি ও বাচিক শিল্পীরা। এর আগে এ উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও লক্ষ্মীপুর আবৃত্তি সংসদের সভাপতি প্রফেসর মাইন উদ্দিন পাঠান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মুহঃ মাহতাব উদ্দিন আরজু।
জেলা প্রশাসনের কর্মকর্তা, লক্ষ্মীপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আবৃত্তি অনুষ্ঠানে ১২ জন আবৃত্তি শিল্পী কবিতা আবৃত্তি করেন। এরা হলেন, আফরিদা তাহসিন হৃদিতা, সুলতানা মাসুমা বানু, হোসনে আরা ফেরদাউস কানন, রাফি নাহিদ, ফাহমিদা মাহবুব রুপা, ফাহমিদা আক্তার প্রমি, ফারুক হোসেন শিহাব, মাসুম জুলকারনাইন, স্বপ্নীল, আরমান ইফান, খন্দকার শহীদ উল্লা, মাইন উদ্দিন পাঠান।

উদ্বোধনী সভায় বক্তাগণ বলেন, আবৃত্তি কবিতার আবেদন প্রকাশ করে। আবৃত্তি শিল্পীরা কবিতাকে প্রসিদ্ধ করে। বঙ্গবন্ধুকে নিয়ে যত কবিতা হয়েছে অন্য কাউকে নিয়ে এত কবিতা লেখা হয়নি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন একটি অমর কবিতা। তাঁর ভাষনের প্রতিটি কথা ছিল শ্রুতিমধুর।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বলেন, আমরা ধারণা করেছিলাম এখানে বাইরের জেলার আবৃত্তিকারও আছেন। পরে জানতে পারলাম সবাই আমাদের জেলার।
'মুজিব শতবর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটি'র সাংস্কৃতিক উপ-কমিটির ওয়ার্কিং কমিটির আয়োজনে 'বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদে'র সহযোগিতায় দেশের সকল জেলায় একযোগে জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তির অংশ হিসেবে 'লক্ষ্মীপুর আবৃত্তি সংসদ' এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]